নতুন ধরনের করোনার প্রধান সাতটি লক্ষণ

নূর নিউজ: বিশেষজ্ঞরা বলছেন, চোখ উঠা, বুক ব্যথা, গলা ব্যথা, ডাইরিয়া, হাত ও পায়ের আঙ্গুলের রঙ ফ্যাকাশে হওয়া, মাথা ব্যথা ও চামড়ার ফুসকুড়ি। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হালকা জ্বর, কাশি, বমি, পেট ব্যাথা, ফুসফুসে দ্রুত সংক্রমণ, হঠাৎ অক্সিজেন কমে যাওয়া, ব্লাড প্রেশার ও প্লাটিলেট কমে যাওয়া, দুই-তিন দিনেই জটিলতা হতে পারে।

কীভাবে প্রতিরোধ করবেন?

ভ্যকসিন গ্রহণ করলেও আপতত প্রতিরোধে সচেতন হওয়াই এখন পর্যন্ত কার্যকর উপায়। এ জন্য ঘন ঘন সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে হবে, এ ছাড়া যতটা সম্ভব ঘরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া ও জনসমাগম এড়িয়ে চলতে হবে। কারও জ্বর বা সর্দি-কাশি হলে ফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক চিকিৎসা নিতে হবে। এরপরও অবস্থার উন্নতি না হলে বা কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে সন্দেহভাজন ব্যক্তিকে নাক-মুখ ঢেকে (মাস্ক ব্যবহার) বাড়িতে অপেক্ষা করতে হবে। অবস্থা খারাপ হলে নিকটস্থ সদর হাসপাতালে যোগাযোগ করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

নূর নিউজ

বাকি উপদেষ্টাদের শপথ দুপুর ১২টায়

নূর নিউজ

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

নূর নিউজ