পেরুতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২২

আর্ন্তজাতিক ডেস্ক: প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পেরুর আন্দিয়ান সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২০ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার সময় আরও দু’জন মারা যায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল সাতটার দিকে পলো সেকো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, রাজধানী লিমা থেকে প্রায় ৬শ’ কিলোমিটার উত্তরে পেরুর পশ্চিমাঞ্চলীয় হুয়ারেজ নগরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রবিবার নতুন প্রেসিডেন্ট এবং কংগ্রেস নির্বাচনে ভোট দেয়ার পর অধিকাংশ যাত্রীরা বাড়ি ফিরছিল।

এ জাতীয় আরো সংবাদ

আল-আকসায় ইসরাইলি হামলা নিয়ে পোস্ট, ইনস্টাগ্রামে নিষিদ্ধ মার্কিন তারকা

নূর নিউজ

করোনা আক্রান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী, বাতিল হতে পারে ভারত সফর

নূর নিউজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ