পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি: আল্লামা বাবুনগরী

নূর নিউজ: সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে। পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।’ আজ শুক্রবার চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমাপূর্ব বয়ানে এসব কথা বলেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ‘এই রোজা রমজানের দিনে নিরাপরাদ আলেম উলামাদের ওপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না।’

বাবুনগরী বলেন, ‘তারাবীর নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারা রাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সাহরি খেতে আসে, ওখান থেকেও তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশীর নামে মহিলাদের কষ্ট দিচ্ছে নিরাপরাদ সাধারণ জনগণকে ও হয়রানি করা হচ্ছে।’

হেফাজতের আমীর বলেন, ‘চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে তাই-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবুর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দিবেন।’

কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লামা বাবুনগরী বলেন, ‘আমরা যত বিপদ-আপদে পতিত হই সব আমাদের কর্মের কারণেই। আমরা অন্যায় পথে চলি বলে আল্লাহতায়ালা বিপদ দেন। আমাদের পাপাচার, অন্যায়, জোর-জুলুম পরিহার করতে হবে। না হয় খোদায়ি গজব থেকে কেউ রক্ষা পাবেন না।’

দীর্ঘ ৫০ মিনিটের বয়ানে আল্লামা বাবুনগরী রোজার ফজিলত, প্রয়োজনীয় মাসায়িল, ইতিকাফসহ নানা বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে পাপাচার, জোর-জুলমসহ সবধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকার উপদেশ দেন।

 

এ জাতীয় আরো সংবাদ

‘দেশে মুসলিমবান্ধব পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হবে’

নূর নিউজ

কবরস্থানের জন্য হিন্দু পরিবারের জমি দান; এলাকা জুড়ে প্রশংসায় পঞ্চমুখ

নূর নিউজ

১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

নূর নিউজ