ক্ষুধার্ত মানুষের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের খাবার বিতরণ

নূর নিউজ: আজ (২০ এপ্রিল) মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার, লালবাগ ও পলাশী এলাকায় আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের উদ্যোগে ভাসমান ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিতরণ কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান। তিনি বলেন, আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশে করোনা মহামারি শুরু থেকেই অসহায় মানুষের সেবা করে আসছে। রাজধানীর ফুটপাতে খোলা আকাশের নিচে বসবাসকারী ক্ষুধার্ত মানুষগুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ আমাদের মানবিক কাজেরই অংশ।মাওলানা আনসারুল হক ইমরান দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পবিত্র রমজান মাসে বিত্তশালীদের অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

 

 

এ জাতীয় আরো সংবাদ

তিন বছর পর ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নূর নিউজ

রয়েল রিসোর্টে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা : প্রধান আসামি মামুনুল হক

আনসারুল হক

পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে কোলকাতা বাংলাদেশ-২ হবে: কট্টরপন্থী বিজেপি নেতা

নূর নিউজ