মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদের দুই ছেলে গ্রেপ্তার

নূর নিউজ: হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার একজনকে বরিশাল থেকে এবং আরেকজনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ উল্লাহ (২১)। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মমেন বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সে ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি।

এ জাতীয় আরো সংবাদ

লোক দেখানো নোটিশ নয় স্বচ্ছ নির্বাচন আয়োজন ও ইভিএম নিয়ে সংশয় দূর করুন

নূর নিউজ

দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজী

নূর নিউজ

দেশের একজন মানুষও হতদরিদ্র থাকবে না

নূর নিউজ