হেফাজত নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

তিনি বলেন, জাকারিয়া নোমান ফয়েজিকে চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। তাকে চট্টগ্রামে এনে হাটহাজারী থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররমের মতো চট্টগ্রামের হাটহাজারীতেও বিক্ষোভ হয়। এক পর্যায়ে পুলিশের সংঘর্ষে চার জন নিহত হলে ব্যাপক ভাংচুর হয়।

ওই সব ঘটনায় প্রথমে হাটহাজারী থানায় মোট ৬টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল আরো তিনটি মামলা হয়েছে। যার দুটির আসামি হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র রমজানে ব্যবহৃত ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

নূর নিউজ

বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা পৌঁছেছে ৮২৯ জন হজযাত্রী

নূর নিউজ

ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থলে থাকতে হবে চাকরিজীবীদের

আনসারুল হক