পর্তুগালে মুসলমানদের ঈদুল ফিতর উদযাপন

বিশ্বব্যাপী করোনার থাবা ঈদের আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে প্রবাসীদের মনেও। তবে পর্তুগালে করোনা পরিস্থিতি আশানুরূপ উন্নতি হওয়ায় খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপন করেছেন। সরকারের সব নিয়মনীতি মেনে খোলা মাঠে হাজারো বাংলাদেশি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের রাজধানী লিসবনের মার্তৃম-মুনিজ পার্কে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন বাংলাদেশিরা। অনুষ্ঠিত জামাতে নামাজ শুরুর আগে বয়ান করেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের খতিব মাওলানা আবু সাঈদ।

এ ছাড়া পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে বাংলাদেশিসহ অংশ নেন পর্তুগাল বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা। লিসবনের মার্তৃম-মুনিজ পার্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ছাড়াও পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে অংশ নেন পর্তুগাল বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

রাজধানী লিসবন ছাড়াও পর্তুগালের পোর্তো, আলগ্রাভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেছেন।

এদিকে, পর্তুগালে প্রতিনিয়ত বাংলাদেশি পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বাড়ছে বিশেষ দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজ নাগরিকরাও।

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনের ‘সেনা ক্যাম্পে আটকা’ সিলেটের রিয়াদুল

নূর নিউজ

মহানবি সা. কে নিয়ে মন্তব্য: দুই নেতাকে দল থেকে বহিষ্কার ও মামলা দায়ের বিজেপির

নূর নিউজ

বাড়তে পারে প্লেনের টিকিটের দাম

নূর নিউজ