মুসলিম বিশ্ব: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা বা অন্য যেকোনো স্থানে হামলার ঘটনায় ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফৌজি বারহুম এ কথা বলেন।
তিনি বলেন, এবার সংঘাত শুরু হয়েছে পশ্চিম তীরের বায়তুল মুকাদ্দাসের অধিবাসী ফিলিস্তিনিদের সমর্থনে গাজা থেকে ইসরায়েল-বিরোধী হামলার মাধ্যমে। কাজেই ইহুদিবাদী অপশক্তিকে ধ্বংস করার আন্দোলনে সমগ্র ফিলিস্তিনবাসীর একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত।
দখলদার বাহিনীর বিরুদ্ধে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের জনগণের সাহসী প্রতিরোধের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের মধ্যে যে ঐক্য ও সংহতির বন্ধন গড়ে উঠেছে, এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে।