তথ্য ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নূর নিউজ: ফোনে কথোপকথনে বিধিবহির্ভূত কাজ করায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তা দু’জনের একজন এস এম ফজলুল হক পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা। অন্যজন নাজমুল হাসান তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি)।

মঙ্গলবার তাদেরকে সাময়িক বরখাস্তের বিষয়ে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা দু’জন একটি বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিরূপ আলোচনা করছিলেন ফোনের মাধ্যমে। পরে সেটি প্রকাশ পেয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী আলোচনায়ও আসে। বিধিবহির্ভুতভাবে তথ্য ফাঁসের ঘটনায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নতুন করে করোনা আক্রান্ত হলে বাড়িতে উড়াতে হবে লাল পতাকা: স্বাস্থ্যমন্ত্রী

আলাউদ্দিন

মাঙ্কিপক্স : সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

নূর নিউজ

দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু মেয়রকে নির্বাচিত করুন

নূর নিউজ