রাজধানীতে বজ্রপাতের সময় দুই বোনসহ নিহত ৩

নূর নিউজ: ঢাকার মালিবাগে বজ্রপাতের সময় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে সরাসরি বজ্রপাতে নাকি বজ্রপাতের ফলে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ-ই স্পষ্ট করে জানাতে পারেনি।

পুলিশ জানিয়েছে, বৃষ্টির সময় দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগের চৌধুরী পাড়ার সোনা মিয়া গলিতে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম পাখি (৯), সোমা (১২) এবং আবদুল হক (৫৫)।

জানা গেছে, শিশু দুজনের মা পোশাক কারখানায় কাজ করেন। আর বাবা রিকশাচালক। ঘটনার সময় তারা কেউ-ই বাসায় ছিলেন না। ঘটনার পরপরই তাদের ঢাকা কমিউনিটি মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘বিদ্যুতের পিলারের তারের ওপর বজ্রপাত হয়েছে। এতে তার ছিঁড়ে যায়। পাশে লোহার গেট ছিল। সেখানে একজন বৃদ্ধ ছিলেন এবং দুটি বাচ্চা মেয়ে খেলছিল। তিনজনই মারা গেছেন।’

এ জাতীয় আরো সংবাদ

এবার মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

নূর নিউজ

কাতারে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলা ভাষায় ইসলামী আলোচনা, প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ

নূর নিউজ

নিউইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

নূর নিউজ