রাজধানীতে বজ্রপাতের সময় দুই বোনসহ নিহত ৩

নূর নিউজ: ঢাকার মালিবাগে বজ্রপাতের সময় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে সরাসরি বজ্রপাতে নাকি বজ্রপাতের ফলে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ-ই স্পষ্ট করে জানাতে পারেনি।

পুলিশ জানিয়েছে, বৃষ্টির সময় দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগের চৌধুরী পাড়ার সোনা মিয়া গলিতে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম পাখি (৯), সোমা (১২) এবং আবদুল হক (৫৫)।

জানা গেছে, শিশু দুজনের মা পোশাক কারখানায় কাজ করেন। আর বাবা রিকশাচালক। ঘটনার সময় তারা কেউ-ই বাসায় ছিলেন না। ঘটনার পরপরই তাদের ঢাকা কমিউনিটি মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘বিদ্যুতের পিলারের তারের ওপর বজ্রপাত হয়েছে। এতে তার ছিঁড়ে যায়। পাশে লোহার গেট ছিল। সেখানে একজন বৃদ্ধ ছিলেন এবং দুটি বাচ্চা মেয়ে খেলছিল। তিনজনই মারা গেছেন।’

এ জাতীয় আরো সংবাদ

আক্রান্ত-মৃত্যুতে রেকর্ড ছাড়িয়ে গেল ভারতে

আনসারুল হক

পবিত্র কাবা ঘরের নিয়মিত মুসল্লি ১৩৪ বছর বয়সে ইন্তেকাল

নূর নিউজ

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের নিশ্চিয়তা ছাড়াই সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি তুলে নিলো এরদোয়ান

নূর নিউজ