প্রখ্যাত বক্তা মাও. হেদায়েতুল্লাহ আজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

নূর নিউজ: বরিশালের সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী ওয়ায়েজ মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী।

কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী ২৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী পেয়েছেন ১৭’শ ৯ ভোট।

করোনা মহামারির মধ্যেই প্রথম ধাপের ইউপি ভোট, দুটি পৌরসভা ও একটি সংসদীয় আসনের উপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষীপুর-২ সংসদীয় আসন, দুটি পৌরসভা এবং প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ হয়।

মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী ছোটবেলা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে সক্রিয়। ছাত্রজীবনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক জীবনের পথ চলা। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনীত হন।

তিনি একজন প্রখ্যাত ধর্মীয় বক্তা।  কোরআন-হাদিস ও দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুরুব্বিদের নির্দেশনায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। তার বিজয়ে এলাকাবাসী আনন্দিত।

এ জাতীয় আরো সংবাদ

জ্বালানী তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অতীতে দেশবাসী আর দেখেনি

নূর নিউজ

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে মিছবাহুর রহমান চৌধুরীর শোক

নূর নিউজ

রাসূলুল্লাহ’র পূর্ণাঙ্গ জীবনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে

নূর নিউজ