স্বর্ণপদক জেতা ক্বারী মাহমুদুল হাসানের গল্প

নূর সাময়িকী: পবিত্র কোরআনকে আল্লাহ তায়ালা অনেক মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিয়েছেন যারা এই গ্রন্থের ধারক বাহক হবে তাদেরকেও। পৃথিবী জুড়ে পবিত্র কোরআনের বাংলাদেশী হাফেজদের আলাদা সুনাম সুখ্যাতি রয়েছে। দিন যত যাচ্ছে বাংলাদেশের মানচিত্র ও পতাকাকে এ হাফেজগণ আরো সমুন্নত ও সম্মানিত করছেন। শতাধিক দেশের হাফেজদেরকে পরাজিত করে যখন দেশের একজন হাফেজ পুরস্কার জেতেন, তখন গর্বে বুকটা আরেকটু চওড়া হয়ে যায়। ভালো লাগে। সন্দেহ নেই এসব হাফেজ আমাদের দেশের জাতীয় সম্পদ।

আজ এমন একজন হাফেজে কোরআনের কথা বলবো, যিনি নিজেও একজন ভালো মানের হাফেজ এবং ক্বারী। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানের অসংখ্য হাফেজ গড়ে তুলছেন। তিনি ইসলামিক ফাউণ্ডেশন এবং বাংলাদেশ শিশু একাডেমি থেকে ২০০৯ সালে পবিত্র কোরআনের তিলাওয়াতের জন্য স্বর্ণপদক পুরস্কার জেতেন। এছাড়াও তার কণ্ঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০পারা তিলাওয়াত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ ১১ বছর ধরে প্রতি রমজানে বাংলাদেশ বেতারে মাসব্যাপী পবিত্র কোরআন তিলাওয়াত করে আসছেন।

এই গুণী ব্যক্তির নাম হাফেজ ক্বারী মাহমুদুল হাসান। তিনি রাজশাহী শহরের হাফেজ ক্বারী মোহাম্মদ শরিফ উদ্দীনের ছেলে। হাফেজ ক্বারী মাহমুদুল হাসান নূরানী কায়েদা থেকে পবিত্র কোরআনের হিফজ পর্যন্ত পুরোটাই সম্পন্ন করেছেন বাবার কাছে। পরিবারে তিন ভাই ও চার বোনের মধ্যে মাহমুদুল হাসান সবার বড় ।

ক্বারী মাহমুদুল হাসান ২০১২ সালে রাজধানীর উত্তরার জামিয়াতুস সাহাবা মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপরে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার উদ্দেশে আন্তর্জাতিক ক্বারী হাফেজ নাজমুল হাসান সাহেব এবং হাফেজ ক্বারী মাহমুদুল হাসান সহ কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা। তিনি বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন।

এ ছাড়াও ২০১৭ সালে কাতার এবং ওমানে, ২০১৮ সালে সৌদি আরবে এবং ২০১৯ সালে বেঙ্গালুরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হন।

হাফেজ ক্বারী মাহমুদুল হাসান নূর নিউজ টুয়েন্টিফোরকে বলেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি পবিত্র কোরআনের খেদমত করে যেতে চাই। এ দেশে হাফেজে কোরআনদের পর্যাপ্ত সম্মান দেয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, শতাধিক দেশের মেধাবী হাফেজদের পরাজিত করে বাংলাদেশী হাফেজরা যখন পুরস্কার জেতেন। বাংলাদেশের সুনাম হয়। অন্যদেশের কাছে এ দেশের গুরুত্ব ও সম্মান বাড়ে।

আ/হক

এ জাতীয় আরো সংবাদ

সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী আর নেই

আনসারুল হক

আল্লামা শাহ আহমদ শফি রহ. বিনয় যার প্রধান হাতিয়ার

নূর নিউজ

কাতারে আল্লামা আবদুল হালিম বুখারী স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত

নূর নিউজ