মুফতী মাহমুদুল হাসান গুনবীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নোয়াখালী থেকে নিখোঁজ মুফতী মাহমুদুল হাসান গুনবীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

শুক্রবার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতী মাহমুদুল হাসান গুনবীর স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে তিনি নোয়াখালী সদরের করমুল্যা ইউনিয়নের পশ্চিম শুল্লাকিয়া গ্রামে ওস্তাদ ক্বারী ইউছুফের সাথে দেখা করতে আসেন। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে থানাসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কোন সন্ধান পাচ্ছেনা স্বজনরা। থানায় সাধারণ ডায়রী করতে গেলেও পুলিশ তা গ্রহন করে নেয়নি বলে অভিযোগ স্বজনদের।

মুফতী মাহমুদুল হাসানের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। মুফতী মাহমুদুল হাসানকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

এ জাতীয় আরো সংবাদ

‘বিএনপি যে সন্ত্রাসী দল, তা আবারও প্রমাণ করলো’: প্রধানমন্ত্রী

নূর নিউজ

সারা দেশের নেতাদের গণভবনে ডেকেছেন শেখ হাসিনা

নূর নিউজ

অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরী, দেশবাসীর দোয়া কামনা

নূর নিউজ