সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ আটক ৮

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার আগুনের ঘটনায় মামলা হবে এবং দোষীদের বিচার হওয়ার বিষয়টি গতকাল বাংলাদেশ পুলিশ নিশ্চিত করেছিলো। ইতোমধ্যে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ও এমডিসহ ৮ জনকে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই ঘটনায় সারাদেশের মানুষ স্তব্ধ একসঙ্গে এতগুলো লোকের প্রাণহানিতে। আমাদের ফায়ার সার্ভিস কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে। হাশেম ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে কত লোক কাজ করছিল সব তদন্তে বের হবে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার বিকালে সাড়ে ৫টায় রূপগঞ্জের কর্ণগোপ হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুন লাগে। অগুনে ভবন থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া প্রথম দিন ছাদ থেকে লাফিয়ে পড়ে আরও তিন জনের মৃত্যু হয়। মোট মারা যান ৫২ জন।

এ জাতীয় আরো সংবাদ

আগামী ১১ মার্চ পবিত্র লাইলাতুল মেরাজ

আলাউদ্দিন

তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রির ঘরে

নূর নিউজ

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

নূর নিউজ