চীন থেকে আরও ২০ লাখ টিকা আসছে

নূর নিউজ: চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল শনিবার। দুটি পৃথক উড়োজাহাজে শনিবার রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমও টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।’

উল্লেখ্য, তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরো সংবাদ

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে : ওবায়দুল কাদের

নূর নিউজ

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

নূর নিউজ

কুরবানীর ছুরি নয়, দলীয় ক্যাডারদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উদ্ধারে মনোযোগ দিন: খেলাফত আন্দোলন

আলাউদ্দিন