যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন

যুক্তরাষ্ট্রে মুসলিমরা মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। নিউইর্য়ক, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নারী ও পুরুষ অংশ নেন। ঈদের নামাজ শেষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম নাগরিকরা নিকটস্থ পশু খামারে গিয়ে পছন্দের গরু,খাসী কোরবানি করবেন।

নামাজ শেষে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বিশ্বের সব দেশে একইসঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে না। মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কুয়েত, বাহরাইন, সুদান, মিশর, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্ডান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নূর নিউজ

রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিসরের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

নূর নিউজ