সাত কলেজের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষাগ্রহণের সক্ষমতা যাচাইয়ের নির্দেশ

নূর নিউজ: অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রশাসন। শিক্ষার্থীদের সক্ষমতার যাচাইবাছাই এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। নির্দেশনা অনুযায়ী সাত কলেজের বিভিন্ন বিভাগ ও ইতোমধ্যেই কাজ শুরু করেছেন বলেও এসময় উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৩ আগস্ট) সংবাদমাধ্যমে আলাপকালে তিনি বলেন, সব কলেজকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ব স্ব কলেজ প্রশাসন শিক্ষার্থীদের মতামত নিয়ে আমাদেরকে অবহিত করবেন। আর এসব কলেজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবো।

অধ্যক্ষ আরও বলেন, আমাদের কলেজগুলোর একক সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। সাত কলেজের একাডেমিক অথোরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধবিভুক্ত করা হয়। এরপর থেকে কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

জুবায়ের আহমদ/নূর নিউজ

এ জাতীয় আরো সংবাদ

নতুন ধরনের করোনার প্রধান সাতটি লক্ষণ

আনসারুল হক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করবে সিনেটর রজার মার্শাল

নূর নিউজ

অবশেষে শুরু ইজতিমার ময়দানের সামিয়ানা খোলার কাজ, আলমি শূরার কাছে দায়িত্ব হস্তান্তর

নূর নিউজ