গাজীপুরে করোনা ল্যাব ভাইরাস সংক্রমিত, পরীক্ষা বন্ধ

মিনহাজুর রহমান, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাব ও পিসিআর মেশিনের যন্ত্রাংশে ভাইরাসে সংক্রমিত হয়েছে। ফলে মঙ্গলবার থেকে এ ল্যাবে নমুনা পরীক্ষার কার্যক্রম বন্ধ রয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, পিসিআর ল্যাব ভাইরাস সংক্রমিত হলে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

গত সোমবার বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেয়া হয়। এতে ১১৫টি পজিটিভ ও ৮টি নেগেটিভ ফল আসে। এ পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সন্দেহ হয়। এছাড়া পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে বিষয়টি আরও পরিস্কার হয় বলে জানান অধ্যাপক সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, পরে আমরা সকল স্যাম্পল পুনঃপরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আশা করছি, শুক্রবারের মধ্যে যন্ত্রাংশ এবং ল্যাবটি সম্পূর্ণ জীবাণু মুক্ত করে আবার নমুনা পরীক্ষা শুরু করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

এবার ইজতেমায় থাকবে সাইবার নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

আল্লামা মুফতি আমিনীর রহ.-এর রেখে যাওয়া আমানত নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়:ইসলামী ছাত্র খেলাফত গাজীপুর

নূর নিউজ

হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন আল্লামা বাবুনগরী

আনসারুল হক