দখলদার ইসরাইলের পতনের মঞ্চ প্রস্তুত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল ভুলক্রমে ভবিষ্যতে যে যুদ্ধ শুরু কবে তাতেই তাদের পতনের মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে গতকাল (শনিবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এ কথা বলেন জেনারেল সালামি।

সালামি বলেন, হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক শক্তি নয় বরং এই সংগঠন লেবাননের সমস্ত জনগণের মধ্যে বিরাট মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। হিজবুল্লাহ লেবাননের জাতিকে সম্মানিত করেছে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এই সংগঠনটি জিহাদি ক্ষেত্রের ভেতরে থেকে জন্মলাভ করেছে ও বেড়ে উঠেছে। সে কারণে ইহুদিবাদী শত্রুরা ভালো করেই এর শক্তির বিস্তৃতি ও গভীরতা সম্পর্কে জানে।

ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া অজ্ঞাত তিনটি রকেটের জবাবে ইহুদিবাদী বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়। এর জবাবে হিজবুল্লাহ শুক্রবার অধিকৃত শেবা ফার্মে ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে রকেট হামলা চালায়।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলার পর অধিকৃত গোলান মালভূমি ও আশপাশের এলাকার লোকজন ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর চাপ সত্ত্বেও নির্বাচনী প্রচারে বাইডেন

নূর নিউজ

ভারতের সঙ্গে অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ওমানের

আনসারুল হক

কাতারে ১৯৯১ সালের ২৯ এপ্রিল সন্দ্বীপে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

নূর নিউজ