পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে কোলকাতা বাংলাদেশ-২ হবে: কট্টরপন্থী বিজেপি নেতা

জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি’র পক্ষে সাফাই গেয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘যোগি আদিত্যনাথ (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী) ও হিমন্তবিশ্ব শর্মা (অসমের মুখ্যমন্ত্রী) যা-যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু হয়ে হয়ে যাবে।’ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার বনগাঁ শহরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, পশ্চিমবঙ্গে আজ, কাল, পরশু বিজেপি সরকার তৈরি হবে-হবে-হবে। গেরুয়া ঝাণ্ডা মহাকরণের মাথায় উঠবে। কোনও চিন্তা করবেন না।’

তিনি বলেন, ‘আমরা কী ভালো আছি? আপনারা তো সব ওইদিক থেকে ছেড়েছুড়ে চলে এসেছেন। হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুর না থাকলে আপনাদের সব ধর্মান্তরকরণ করে নিয়েছিল! ইতিহাস তাই বলে। সেখান থেকেই ‘মতুয়া’ নামের সৃষ্টি।’

ভারতে আমাদের মাথা উঁচু করে থাকতে হলে বিজেপি ও নরেন্দ্র মোদি ছাড়া কোনও রাস্তা নেই বলেও তিনি মন্তব্য করেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে দলীয় কর্মী-সমর্থকদের উপরে ব্যাপক অত্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ২৫ হাজার ঘরবাড়ি লুট হয়েছে। ৫১ জন নিহত হয়েছে। তিনশোর বেশি মহিলার সম্ভ্রম কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের গুন্ডাবাহিনী। এসব ঘটনার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী’ বলেও বিজেপি নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী মন্তব্য করেন।

এ জাতীয় আরো সংবাদ

মুচলেকা দিয়ে শিশুবক্তার জামিন

নূর নিউজ

জুনিয়রদের নাম আগে ঘোষণা, ছাত্রলীগের অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি

আলাউদ্দিন

রোজা আসার আগে যে ১১ প্রস্তুতি নেওয়া জরুরি

আনসারুল হক