গোয়েন্দা প্রধানসহ তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিল তালেবান

আফগানিস্তানে তালেবান সরকারের শাসনামল চলছে। ইতোমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। এর মাঝে রয়েছেন তালেবান সরকারের নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম।

আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তালেবান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গুল আঘাকে। আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহিম। গোয়েন্দাপ্রধান হিসেবে নজিবুল্লাহকে নিয়োগ দিয়েছে তালেবান। আর কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও হামদুল্লাহ নোমানিকে রাজধানীর মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর তালেবানের মুখপাত্র হিসেবে জবিহুল্লাহ মুজাহিদকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধার করেছে তালেবান। এর আগে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেন তারা।

এ জাতীয় আরো সংবাদ

হাওয়াই মিঠাইয়ে ক্যানসার সৃষ্টিকারী উপাদান শনাক্ত

নূর নিউজ

দেখতে চাই, দেশের মানুষের জন্য এত করলাম আমাকে কী দেয়: প্রধানমন্ত্রী

নূর নিউজ

ড. মাহাথির মুহাম্মাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

নূর নিউজ