সিনোফার্মের টিকা নিয়েও যেতে পারবেন সৌদি আরব

সিনোফার্মের করোনা টিকা গ্রহণকারীদের সৌদি আরবে প্রবেশের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশে যারা এই টিকা নিয়েছিলেন তাদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে ভ্রমণে বাধা থাকল না।

ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের  সূত্র আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে সৌদি আরবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকা ব্যবহারের অনুমোদন আছে।

এদিকে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে।

তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

মাদরাসাগুলোর জরিপ বিষয়ে দেওবন্দে মুহতামিম সম্মেলন আজ

নূর নিউজ

‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত আরব বিশ্বে শান্তি আসবে না’

নূর নিউজ

আবার সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

নূর নিউজ