নূর নিউজ: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লি নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নেওয়া হয়।
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিল্লি নেওয়া হয়েছে।
তোফায়েল আহমেদের সঙ্গে দিল্লি গেছেন তাঁর ছেলে ও ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হাসপাতালে তাঁর হার্টে রিং বসানো হয়েছিল। সেটা চেকআপের জন্য দিল্লি নেওয়া হয়েছে।
৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।