কাতারে শুরু হলো কর্নার বুস্টার ডোজ!

কাতারে শুরু হয়েছে করোনার তৃতীয় টিকা বা বুস্টার ডোজ বিতরণ কর্মসূচী। ১৫ সেপ্টেম্বর বুধবার থেকে এই কার্যক্রম শুরু করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে প্রাথমিকভাবে যাদের বয়স ৬৫ বছরের বেশি বা যারা দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত, তারা এই বুস্টার ডোজ আগে পাবেন। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা প্রদান বিভাগের প্রধান কর্মকর্তা ডা. সোহা  এই তথ্য জানান।

কাতারে ১৫ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়েছে করোনার তৃতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচী। তৃতীয় ডোজের প্রথম টিকা পেয়েছেন কাতারের প্রবীণ নাগরিক এবং কাতার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ড. আব্দুল্লাহ আল কুবাইসি।

এর আগে কাতারে যখন করোনার প্রথম ডোজ দেওয়া শুরু হয়, সেদিনও প্রথম টিকা গ্রহণ করেছিলেন এই প্রবীণ নাগরিক।

তৃতীয় ডোজ টিকার বেলায় প্রবীণ এবং দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিরা প্রাধান্য পাবেন বলে জানিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদ

নতুন রাজধানী নির্মাণ করছে মিসর, ছবি প্রকাশ নাসার

নূর নিউজ

মিশিগানে বাড়ির সামনে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নূর নিউজ

ফ্লোরিডায় ইয়ানের আঘাত, বিদ্যুৎহীন ২০ লাখ মানুষ

নূর নিউজ