কানাডার নির্বাচনে প্রার্থী বিএনপি’র সাবেক এমপি

বিএনপি’র সাবেক এমপি সৈয়দ মহসিন কানাডার ফেডারেল নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের মেট্রো ভ্যাঙ্কুভারের সোরি-নিউটন আসনে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করছেন। কানাডায় এই প্রথমবারের মতো নির্বাচন করছেন তিনি। সৈয়দ মহসিন ঢাকার মিরপুরের সাবেক সাংসদ এবং ঢাকা সিটির ডেপুটি মেয়র এসএ খালেকের পুত্র।

তিনি ১৯৯৩ সালে উপ-নির্বাচনে মিরপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত হারুন মোল্লার শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি কামাল মজুমদারকে হারিয়ে বিজয় অর্জন করেন। সৈয়দ মহসিন আমেরিকায় স্ট্রেটেজিক লিডারশিপের ওপর ডক্টরেট ডিগ্রি করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভ্যাঙ্কুভারের সোরি-নিউটন আসনের বর্তমান এমপি জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টির একজন শিখ।

তিনি চারবার নির্বাচিত হয়েছেন। ওই এলাকার বড় অংশ জুড়ে শিখ অধিবাসীরা বসবাস করেন। উল্লেখ্য, আগামী ২০শে সেপ্টেম্বর কানাডায় মধ্যর্তী ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত মেয়াদের দুই বছর আগে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ক্ষমতা ছেড়ে দেওয়ার কারণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সৈয়দ মহসিন ছাড়া আরও সাত কানাডিয়ান বাংলাদেশি প্রার্থী হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নূর নিউজ

সৌদি আরবে উদ্বোধন হতে যাচ্ছে ইয়াহুদিদের উপাসনালয়

নূর নিউজ

ট্রাম্প প্রশাসন শান্তির পক্ষে ছিল না, নীতি বদলান: বাইডেনকে ইমরান খান

আলাউদ্দিন