আদর্শ সমাজ বিনির্মানে কওমী মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম

মুফতী মোহাম্মদ এনামুল হাসান: জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয় কাজীপাড়া ব্রাক্ষণবাড়ীয়া’র ১৪৪২/৪৩ হিজরি শিক্ষাবর্ষের সবক আনুষ্ঠানিকভাবে আজ (রবিবার) বাদ যোহর মাদ্রাসা মিলনায়তনে দোয়ার মাধ্যমে আরম্ভ হয়।

জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়’র নাজিমে দারুল ইকামা মুফতী মোহাম্মদ এনামুল হাসান এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান, নায়েবে মুহতামীম আল্লামা আখতারুজ্জামান, জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়ের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস।

এতে মুফতী মুবারকুল্লাহ বলেন, এলমেদ্বীন অর্জন করা, তালিবুলইলেম হওয়া আল্লাহ তায়ালার এক বিশেষ খাস নিয়ামত। যা সকলের ভাগ্যে জুটে না। আল্লাহতায়ালা যাকে ইচ্ছা করেন তাকেই হেকমত তথা এলেম অর্জন করার তাওফিক দান করে থাকেন।
তিনি আরও বলেন, বর্তমান জমানায় মেধা আর যোগ্যতার বিকল্প নেই। দ্বীন প্রচার প্রসারে প্রত্যেক তালিবুলইলমদের লেখাপড়ার পাশাপাশি উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।

আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ গড়ার শিক্ষা।যে শিক্ষা অর্জন করলে দুনিয়া আখেরাতে কল্যাণ সাধিত হয়। তিনি আরও বলেন,
আদর্শ সমাজ বিনির্মানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তালিবুলইলমদের এলমেদ্বীন অর্জনে লেখাপড়ার পাশাপাশি উস্তাদদের প্রতি পুরোপুরি আনুগত্যের মডেল হতে হবে। মাদ্রাসা ছাত্রদের আল্লাহতায়ালার কাছে নিজের জন্য পরিবার, সমাজ, দেশ জাতির জন্য কান্নাকাটি করতে হবে।
সবক অনুষ্ঠান শেষে করোনা, ডেঙ্গু সহ বিভিন্ন মহামারী থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

‘সরকারি শিক্ষাক্রম বাধ্যতামূলক করছে দারুল উলুম দেওবন্দ’

নূর নিউজ

দেশে ফিরতে চাচ্ছেন না যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান শিক্ষার্থীরা, নিরাপত্তার অজুহাত

নূর নিউজ

দেওবন্দে ছাত্রদের ভ্যাকসিন আবশ্যকসহ স্বাস্থ্য সুরক্ষায় নেয়া হলো যেসব নতুন পদক্ষেপ

নূর নিউজ