কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে ছাত্র খেলাফতের বিক্ষোভ

নূর নিউজ: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে গতকাল বিকাল পাঁচটায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিউদ্দীন ঢাকুবীর সঞ্চালনায় বিক্ষােভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা মোঃ খোরশেদ আলম। আরো বক্তব্য রাখেন ইসলামী যুব খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মির্জা মোঃ ইয়াসিন আরাফাত, ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ বিল্লাহ আল হুমাইদী, সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি ইসহাক আল মামুন, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইলিয়াস আহমদ, জয়েন্ট সেক্রেটারি হিফজুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন রাতুল, প্রশিক্ষণ সম্পাদক ফখরুদ্দীন রাজি, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোলাইমান গাজী, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুবারক হোসাইন আহমদপুরী, সমাজ কল্যাণ সম্পাদক এনায়েতুল্লাহ ঢালী, চকবাজার থানা সভাপতি মঈনুল ইসলাম, ছাত্রনেতা উসামা, আরমান ও মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননা মেনে নেয়া হবে না। এই ঘটনায় কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কুরআন প্রেমিক তাওহিদী জনতা কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

বক্তারা আরো বলেন, পুজোমণ্ডপের ঘটনাকে হাল্কাভাবে নেয়ার অবকাশ নেই। এটা দেশকে অস্থিতিশীল করার আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা এবং ঘটনায় পার্শ্ববর্তী দেশের কোন উগ্রগোষ্ঠী জড়িত কিনা তা তদন্ত করতে হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

সয়াবিনের লিটার ফের ২০০ টাকা

নূর নিউজ

নয়াদিল্লিতে বিজেপি সভাপতি ও সেক্রেটারির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

নূর নিউজ

কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের নবগঠিত পরিচালনা পরিষদকে বাংলাদেশ শাখার অভিনন্দন

আনসারুল হক