কাশ্মীরে প্রাণ গেলো আরও ২ ভারতীয় সেনার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে আরও দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের একজন সেনা কর্মকর্তা এবং অন্যজন সৈনিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র তথ্যমতে, গত পাঁচদিন ধরে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। বৃহস্পতিবার রাতেও দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ভারতীয় দুই সেনা গুলিবিদ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দুজনের মৃত্যু হয়।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত কয়েকমাসে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মির। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু সেনা ও পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের মৃত্যু হয়। পরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৭০০ জনকে আটক করা হয়। তারা সকলেই কোনো না কোনোভাবে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত দাবি করেছে ভারতীয় প্রশাসন। সব মিলিয়ে উপত্যকায় এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ড.ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি হিলারি ক্লিনটনের আহ্বান

নূর নিউজ

বিজয়ী অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান

আলাউদ্দিন

সাংবাদিক শিরীন হ ত্যা র মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন

নূর নিউজ