প্রধানমন্ত্রীকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, দেশের সার্বিক উন্নয়নে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে অবদান, তার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ সিদ্ধান্তের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তিনি সম্মতি দিলে ডিগ্রিটা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম : নৌযান চলাচলে সতর্কতা

নূর নিউজ

আবারও কমতে পারে রাতের তাপমাত্রা

নূর নিউজ

ক্ষমতার ট্রাম্প কার্ড বিদেশিদের হাতে নয়, জাপার হাতে: বাবলা

নূর নিউজ