হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকালের পর শূন্যপদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হেফাজতে ইসলামের প্রথম যুগ্ম মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে।

হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর অনুমতি ও অন্যান্য নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মরহুম আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগে এই ঘোষণা করেছেন নায়েবে আমির ও দেওয়ানার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান।

মাওলানা সাজেদুর রহমান সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বও পালন করছিলেন।

আল্লামা সাজিদুর রহমান একই সাথে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরো সংবাদ

নবুওয়াতের পূর্বে নবীজি সা. -এর চরিত্র

নূর নিউজ

সিজদায় যেভাবে দোয়া করা যাবে না

নূর নিউজ

কেউ মারা গেলে নিকটাত্মীয়দের যা করা জরুরি

নূর নিউজ