খালেদা জিয়াকে মুক্তি না দিলে কোটি মানুষ রাস্তায় নামবে’

খালেদা জিয়াকে মুক্তি না দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আপনাদের (আওয়ামী লীগ) বাঁচার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠান। তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন। তা নাহলে আপনারা পালাবার পথটাও খুঁজে পাবেন না।

তিনি বলেন, দেশনেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলেছেন, তাকে যদি দ্রুত আমেরিকা অথবা জার্মানির উন্নত চিকিৎসাকেন্দ্রে না নেওয়া হয়, তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে।

বিএপির এই নেতা বলেন, আজকে মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন কোনো সভ্য সুস্থ মানুষ সে ভাষায় কথা বলতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তাকে সম্মান শ্রদ্ধা করি। কিন্তু তিনি বিএনপির ভূত ছাড়া আর কিছু দেখেন না। সারাক্ষণ বিএনপি বিএনপি বিএনপির দুঃস্বপ্ন দেখতে থাকেন। আপনারা তো বলেন বিএনপি নাই। বিএনপি যদি নাই, তাহলে এত স্বপ্ন দেখেন কেন?

এ জাতীয় আরো সংবাদ

দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এই বিজয় জনগণের: প্রধানমন্ত্রী

নূর নিউজ

জাতীয় নির্বাচনকে উৎসবমূখর করতে সব পক্ষকে চেষ্টা করতে হবে

নূর নিউজ

২০ নভেম্বর সারাদেশে বিএনপির গণঅনশন

নূর নিউজ