বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সস্ত্রীক ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রামনাথ কোবিন্দ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এ ছাড়া তিনি স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।

এর আগে সকাল সোয়া ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি রামনাথকে স্বাগত জানান বাংলাদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

দিল্লিতে জুমার নামাজে বাধা দিয়ে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া হয়েছে

নূর নিউজ

অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: কাদের

নূর নিউজ

সর্বজনীন পেনশনে অংশ নেবেন যেভাবে

নূর নিউজ