নবীনগরে চেয়ারম্যান প্রার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী সহ ২ জন নিহত হওয়ার ঘটনায় ১ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলো- নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৮) ও কুড়িঘর গ্রামের মোটরসাইকেল চালক বাদল সরকার (২৭)।

নিহত বাদল কুড়িঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এ ঘটনায় সোহাগ (৩৩) নামের একজনকে আটক করেছে পুলিশ। ২ জন নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদলের পর এরশাদও ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসল খুনিদের আটক করতে চেষ্টা চলছে। এখন পর্যন্ত সোহাগ নামে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের সার্থে গ্রেপ্তারকৃত সোহাগের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

মালোসিয়ায় ৪৮ অবৈধ বাংলাদেশী আটক

নূর নিউজ

সয়াবিন তেলের দাম বৃদ্ধি হাইকোর্টের নজরে, যে পরামর্শ দিলেন আদালত

নূর নিউজ

বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় যুবলীগ নেতা পলাশ শরীফ গ্রেপ্তার

আলাউদ্দিন