সরকারকে আগে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন গঠনের পূর্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি আজ শুক্রবার (২৪ ডিস্বের) গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনারা সংবিধান লঙ্ঘন করবেন না। আপনারা জনগণের পাশে দাঁড়ান। তাদের নিরাপত্তা দিন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা ইশরাক হোসেন, হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনই এদেশের জনগণ মেনে নেবে না -মুফতী ফয়জুল করীম

নূর নিউজ

খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ মার্চ

নূর নিউজ

ভারতের মদতপুষ্ট কোনো দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না

নূর নিউজ