লকডাউনের ইঙ্গিত দিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ পাওয়ায় উদ্বেগে রয়েছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এমন ইঙ্গিত দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি খারাপ হলে লকডাউনের চিন্তা মাথায় আছে।’

এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

হোমিওপ্যাথি ও ইউনানি ডিগ্রীধারীরা ডাক্তার নন

নূর নিউজ

শীতে ত্বকের যত্নে যেসব তেল ব্যবহার করবেন

নূর নিউজ

ইসবগুল যেভাবে ওজন কমাতে সাহায্য করে

আনসারুল হক