আনুগত্য শৃঙ্খলা ও আদর্শিক যোগ্যতা  দিয়ে বিজয় অর্জন করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, আফগান যুদ্ধরা বিশাল পরাশক্তির সাথে যুদ্ধ করে বিজয়ী অর্জন করেছিলেন। কারণ ছিল তাদের ঈমান মজবুত ছিল, তাদের মধ্যে সীসাঢালা ঐক্য ছিল, আনুগত্য ও শৃঙ্খলার দৃস্টান্ত ছিল। ঐক্য ও শৃঙ্খলা থাকলে অল্প সংখ্যক লোকও বিশাল বাহিনীর মোকাবেলায় বিজয়ী অর্জন করা সম্ভব। সকলকে একমনা, এক আদর্শের আলোকে গড়ে উঠতে হবে। বিচ্ছিন্ন থাকলে কোটি জনতা দিয়েও বিজয়ী করা যায় না। তাই ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে দল মজবুত ও সুসংহত হবে, ইসলামের বিজয় সম্ভব হবে।

গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার উদ্যোগে গৌরীপুরস্থ একটি মিলনায়তনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিশেষ অতিথি ছিলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সহকারি সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। সংগঠনের কুমিল্লা জেলা পশ্চিম শাখা সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা আবুল হাসান রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে জেলা, থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদেরকে আনুগত্যের প্রকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নীতি ও নৈতিকতার গুণে গুনান্বিত হতে হবে। ঐক্যবদ্ধতা ছাড়া বিজয় অর্জন করা যাবে না। এজন্য আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের মধ্যে অবশ্যই ঐক্যবদ্ধতা থাকতে হবে। আমরা এক হলে কোন শক্তি নেই আমাদের বিজয় ছিনিয়ে নিতে।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীদের উপর বিভিন্নভাবে হুমকি, ধমকি ও জুলুম নির্যাতন করা হচ্ছে। যে সব ইউপিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের উপর হামলা ও নির্যাতন করা হয়েছে, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান জালিয়ে দেয়া হয়েছে আমরা সে সবের সুষ্ঠু বিচার দাবী করছি। দ্রুত সন্ত্রাসী এবং দস্যুদের গ্রেফতার করতে হবে।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ইউপি নির্বাচনে আমাদের ফলাফল যা-ই হয়েছে, এখন থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সংগঠনকে ঢেলে সাজাতে হবে, সুসংহত করতে হবে। যারা নির্বাচনে মুনাফেকী করবে তাদের ঠাই সংগঠনে হবে না।

 

এ জাতীয় আরো সংবাদ

যে আসনগুলোতে প্রার্থীর ঘোষণা দেয়নি আওয়ামী লীগ

নূর নিউজ

বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: কাদের

নূর নিউজ

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনালে সরকারের আপত্তি নেই

নূর নিউজ