আন-নুর হেল্পিং হ্যান্ডের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

বেসরকারি সেবা সংস্থা আন-নুর হেল্পিং হ্যান্ড-এর উদ্যাগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ (৭ জানুয়ারী) শুক্রবার বাদ জুমা উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানারকান্দি গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আন-নুর হেল্পিং হ্যান্ডের নির্বাহী পরিচালক মাওলানা আনসারুল হল ইমরান দরিদ্র শিক্ষার্থীদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহ.)-এর দৌহিত্র, আন-নুর হেল্পিং হ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বশীল মুফতী মুহাম্মদ এনামুল হাসান, সংস্থার ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আহমেদ মুসা, থানারকান্দি মুফতী আমিনী দারুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা জাকির হোসাইনসহ আরো অনেকে।

শীতবস্ত্র হাতে পেয়ে চরাঞ্চলের এ ক্ষুদে মাদরাসা শিক্ষার্থীরা আন-নুর হেল্পিং হ্যান্ড ও সংস্থার দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আন-নুর হেল্পিং হ্যান্ড-এর নির্বাহী পরিচালক সংস্থার ব্যাক টু স্কুল প্রোগ্রামের আওতায় মাদরাসা শিক্ষার্থীদের আরো সহায়তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, আন-নুর হেল্পিং হ্যান্ড একটি বেসরকারি মানবিক সেবা সংস্থা। সংস্থাটি ২০২০ সালে বাংলাদেশে করোনা মহামারির শুরু থেকে অদ্যাবধি সারা দেশে হাজার হাজার অসহায়, দরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিয়ে আসছে।

মহান আল্লাহ দাতাদের দান শ্রম কবুল করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গত মানুষদের মাঝে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের ত্রাণ বিতরণ 

নূর নিউজ

আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আনসারুল হক

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ডলার দেবে জাপান

নূর নিউজ