পুরুষ সঙ্গীবিহীন নারীদের বিমানবন্দরে আটকে রেখেছে তালেবান

২০২১ সালে ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় এসেই তারা ঘোষণা দেয়, কারো ওপর কোনো প্রতিশোধ নেবে না।

তবুও অনেক মানুষ এখনো আফগানিস্তান ছাড়ছেন। যাদের বেশিরভাগই আমেরিকা বা বিদেশী সৈন্যদের সঙ্গে কাজ করেছেন।

বিদেশী সৈন্যদের সঙ্গে কাজ করা সাধারণ আফগানদের বিদেশে নিয়ে যাওয়ার কাজটি করছে বিভিন্ন এনজিও ও সংগঠন। তারা বিমান ভাড়া করে ওইসব আফগানদের অন্য দেশে নিয়ে যাওয়ার চেস্টা করে থাকে।

তবে সাম্প্রতিক সময়ে তালেবান এমন করে আফগানিস্তান ছাড়তে চাওয়া নাগরিকদের বিমানবন্দরে আটকে দিচ্ছে। সঙ্গে আটক করে কারাগারেও পাঠাচ্ছে।
তেমনেই সোমবার প্রায় ৪০ জনের একটি দল বিশেষ বিমানে মাজার ই শরীফ বিমানবন্দর থেকে আফগানিস্তান ছাড়ার চেস্টা করেন।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার রাতে টুইট করে জানান, ৪০ জনের দলকে বিমানবন্দর থেকে আটকে দেয়া হয়েছে। তবে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়েছে। শুধু আটকে রাখা হয়েছে পুরুষ সঙ্গবিহীন নারীদের। তাদের পুরুষ সঙ্গী বা আত্মীয় আসলে ছেড়ে দেয়া হবে।

তালেবান ঘোষণা দিয়েছে কোনো নারী পুরুষসঙ্গীদের ছাড়া দূরের পথে যাতায়াত করতে পারবেন না। এই কারণেই বিমানবন্দরে ওই নারীদের আটকে রাখা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

কুরবানীর পশু কিনতে পারছেন না পাকিস্তানিরা

নূর নিউজ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান: শি জিনপিং

নূর নিউজ

বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

নূর নিউজ