গত ২০ বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ: তালেবান মুখপাত্র

তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ তার দেশে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সাবেক আফগান সরকারের কোনো কর্মকর্তাকে সম্ভাব্য অংশগ্রহণমূলক সরকারে স্থান দেয়া হবে না।

জবিহউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, তালেবান সরকারকে অংশগ্রহণমূলক করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যে দাবি তুলেছে তার অর্থ যদি এই হয় যে, বিগত ২০ বছর যারা দেশ চালিয়েছে তাদেরকে সরকারে নিতে হবে তাহলে আমরা বলব, আফগান জনগণ এ দাবি মেনে নেবে না।

বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক ও ব্যাপকভিত্তিক সরকার গঠন করতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। জবিহউল্লাহ মুজাহিদ দৃশ্যত নিরাপত্তা পরিষদের ওই আহ্বানের জবাবে একথা জানালেন।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন আগ্রাসনে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতন হয়। এরপর থেকে গত ২০ বছর মার্কিন সমর্থিত আফগান রাজনীতিবিদরা দেশ চালিয়েছেন।

এদিকে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু তাদের সে প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তালেবান অবশ্য বলেছে, তাদের সরকারে আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, সব জাতিগোষ্ঠীর এসব প্রতিনিধির সবাই তালেবান সদস্য। ফলে সরকারে ভিন্নমত উপস্থাপনের কোনো সুযোগ রাখা হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

সাম্প্রদায়িক শক্তিকে দেশের গৌরব নিয়ে খেলা করতে দেব না : মাওলানা মাহমুদ মাদানী

নূর নিউজ

পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত

নূর নিউজ

সংলাপে নিজে উপস্থিত হয়ে যুদ্ধবিরতির ওপর জোর এরদোয়ানের

নূর নিউজ