এবার ইসলাম ফোবিয়া দূর করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে কানাডা

ইসলামভীতি দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশটি থেকে ইসলামবিদ্বেষ ও ভীতি দূর করতে এ পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। খবর আনাদোলুর।

কানাডার কুইবেকে ২০১৭ সালে স্থানীয় মসজিদে ভয়াবহ হামলার ৫ বছর পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, মসজিদে ওই সন্ত্রাসী হামলায় ৫ মুসল্লি নিহত এবং আহত হয়েছিলেন কমপক্ষে ১৯ জন। কানাডার মতো ইউরোপ-আমেরিকায়ও মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার তৈরি করছে একটি উগ্রগোষ্ঠী। এই পরিস্থিতি দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন সরকার।

Canada election: How are leaders combatting Islamophobia? | Elections News  | Al Jazeera

গত বৃহস্পতিবার কানাডার ‘হাউস অফ কমন্স’ এই ইসলামভীতি দমন করতে ওই প্রস্তাব আনে ট্রুডো সরকার, সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, মুসলিমদের প্রতি দেশে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয়ের পরিবেশকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়া ধর্মের ভিত্তিতে ভেদাভেদ থামাতে হবে।

পরিপ্রেক্ষিতেই দেশটির সরকার ইসলামভীতি দূর করতে শনিবার একজন বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

নূর নিউজ

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি করলেন ইলন মাস্ক

নূর নিউজ

কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল

আনসারুল হক