মানবাধিকারের কথা বলে স্বার্থ উদ্ধার করতে চায় অনেক দেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন,মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগের মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করতে চায়। শনিবার (৫ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাওঁয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ ‘ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ ‘ শীর্ষক এক সম্মেলনে তিনি অংশ নেন। এ সময় তিনি বলেন, আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম। কেউ গুম খুন হোক তা আমরা চাই না ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে আছি। তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়।

ড. মোমেন বলেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড প্রতিষ্ঠান থেকে তথ্য নেই। গুমের তালিকায় থাকা অনেকেই মারা গেছেন ভূমধ্যসাগরে।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র শবেবরাতের ছুটির তারিখ পরিবর্তন

আলাউদ্দিন

পরীমনির মামলায় নাসির-অমির পাঁচ দিনের রিমান্ড

আনসারুল হক

এবার পদ্মা সেতুর স্পেনে ফেরির ধাক্কা

নূর নিউজ