নিউইয়র্কে পুলিশের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ, হতে পারে কারাদণ্ড

এবার মুসলিম বিদ্বেষের কারণে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ওই কর্মকর্তার নাম রিগস কউংগস। অভিযোগ আনার পর ব্রুকলিনের ৭০ প্রিসেঙ্কটের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। আদালতে অপরাধ প্রমাণ হলে তার কারাদণ্ড হতে পারে।

রিগস কউংগসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, তিনি গত জানুয়ারি মাসের মাঝামাঝি ব্রুকলিনের কেন্সিংটন এলাকায় মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন। এসময় সেখানে আগে থেকে অবস্থান করা আবু মোতালেব নামের এক মুসলিম ব্যক্তির ওপর হামলা করেন এই কর্মকর্তা।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, মোতালেবকে উদ্দেশ করে আল কায়দা, জঙ্গি, আইসিস-এসব শব্দ ব্যবহার করেন এবং ইসলাম ধর্মকে অবজ্ঞা করে গালিগালাজ করতে থাকেন।

এদিকে, প্রথমে আক্রমণের কথা অস্বীকার করলেও সিসি ক্যামেরার ফুটেজে মোতালেবের ওপর হামলার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন ব্রুকলিন ডিসট্রিক্ট অ্যাটর্নি এরিক গনজালেস। ব্রুকলিনের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। সূত্র-এনবিসি নিউজ।

এ জাতীয় আরো সংবাদ

কিয়েভ-লভিভে বিস্ফোরণ, ইউক্রেন জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন

নূর নিউজ

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত হর্ষবর্ধন সিং

নূর নিউজ

এ বছর বাংলায়ও প্রচারিত হবে হজের খুতবা

আনসারুল হক