ইউক্রেনের ‘স্বাধীন’ ২ অঞ্চলের ওপর নিষেধাজ্ঞা দেবেন বাইডেন!

ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেওয়ার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্ব নেতারা।

রাশিয়ার ওপর কেমন নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি মঙ্গলবারই জানিয়ে দেওয়া হবে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন লুহানেস্ক ও ডোনেস্কের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে সিএনএন।

হোয়াইটও হাউসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি নির্বাহী আদেশ জারি করবেন। সেই আদেশ অনুযায়ী লুহানেস্ক ও ডোনেস্কে নতুন করে যুক্তরাষ্ট্রের কেউ বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা করতে পারবেন না। এ ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এদিকে লুহানেস্ক ও ডোনেস্কে ২০১৪ সাল থেকেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধ চালিয়ে আসছে। এ পর্যন্ত এ যুদ্ধে প্রায় ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

রাশিয়া লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়েই সেখানে শান্তিরক্ষার অজুহাতে নিজেদের সেনাদের পাঠিয়েছে।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

গণতন্ত্র সম্মেলনে ডাক পেয়েও যোগ দিবে না পাকিস্তান, মূল রহস্য কী?

নূর নিউজ

ইসরাইলের বিরুদ্ধে লন্ডনে ফিলিস্তিনিদের বিক্ষোভ

নূর নিউজ

যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে, গুতেরেসকে প্রধানমন্ত্রী

নূর নিউজ