পশ্চিমের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার প্রয়োজন মস্কোর নেই

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদিয়েভ বলছেন পশ্চিমের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার প্রয়োজন মস্কোর নেই। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এই মন্তব্য করেছেন।

ভ্লাদিমির পুতিন ২০২০ সালে মেদভেদিয়েভকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেছিলেন। তিনি এখন মস্কোর নিরাপত্তা পরিষদের ডেপুটি সভাপতি হিসাবে কাজ করছেন। তিনি রাশিয়ার সামাজিক মাধ্যম নেটওয়ার্ক ভিকে তে লিখেছেন “দূতাবাসগুলোতে এখন তালা ঝুলিয়ে দেবার সময় হয়েছে”।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মস্কো ইউক্রেনের ওপর তাদের আক্রমণ অব্যাহত রাখবে। তবে পুতিনের লক্ষ্য আসলে কী তা এখনও স্পষ্ট নয়।

কাউন্সিল অফ ইউরোপ বা ইউরোপীয় পরিষদ থেকে রাশিয়াকে সাময়িকভাবে বহিষ্কারের নিন্দা করেছেন মেদভেদিয়েভ। তবে তিনি বলেছেন এর একটা ভাল দিক হল এর ফলে রাশিয়া তার আইনে মৃত্যুদণ্ড আবার ফিরিয়ে আনার সুযোগ পাবে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের দেশগুলোকে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।

দিমিত্রি কুলেবা এক টুইট বার্তায় বলেছেন “বিশ্বের কাছে আমার দাবি, রাশিয়াকে পুরো একঘরে করুন, রুশ রাষ্ট্রদূতদের সকল দেশ থেকে বহিষ্কার করুন, তেলের ওপর নিষেধাজ্ঞা দিন, তাদের অর্থনীতি ধ্বংস করে দিন। রাশিয়ার যুদ্ধাপরাধীদের থামান!

এখনও পর্যন্ত পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে রাশিয়ার জ্বালানি খাতকে।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানের পাঞ্জাবে টিকা না নিলে বন্ধ হবে ফোন

আনসারুল হক

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নূর নিউজ

ব্রিটেনকে সম্পর্ক চরম সীমায় নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া

নূর নিউজ