অবশেষে আলোচনায় বসতে চায় ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (রোববার) বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেংকোর সাথে ফোনালাপের পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই তথ্য জানান জেলেনস্কি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ (সোমবার) সকালে এই আলোচনায় বসবে দুই পক্ষ।

তিনি লিখেছেন, ইউক্রেন-বেলারুশ সীমান্তবর্তী প্রিপিয়াত নদীর পাড়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরো জানিয়েছেন, “আলোচনার সময় এবং আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধিদল সেখানে যাওয়া ও আসার সময়, বেলারুশ ভূখণ্ডে থাকা সব বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন লুকাশেংকো।”

এর আগে, বেলারুশ ভূখণ্ডে কোনো ধরনের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জেলেনস্কি। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, বেলারুশ নিজেও ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশ নিয়েছে। এবার শান্তি আলোচনার বিষয়ে একমত হলেও তিনি এ নিয়ে খুব বেশি আশাবাদী নন বলে জানিয়েছেন। একই কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এদিকে, বেলারুশ সীমান্তে আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের কিয়েভ ও কারকিভ শহরে সংঘাত অব্যাহত রয়েছে

এ জাতীয় আরো সংবাদ

যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে, গুতেরেসকে প্রধানমন্ত্রী

নূর নিউজ

১১ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার

নূর নিউজ

অবমাননার সুযোগ দিয়ে কোরআন পোড়ানোর নিন্দা জানাল ডেনমার্ক

নূর নিউজ