ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য।
আর তার জায়গায় এখন ইউক্রেনের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে রাশিয়া নতুন নেতা হিসেবে ঘোষণা করতে চায়।
ইউক্রেনের গোয়েন্দাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম প্রাভাডা নিউজ।
রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ ২০১৩-১৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর ২০১৪ সালে তিনি রাশিয়ায় পালিয়ে যান।
ইয়ানোকোভিচ বর্তমানে বেলারুশের রাজধানী মিনস্কে অবস্থান করছেন।
বিবিসি জানিয়েছে, রাশিয়া এখন মিডিয়া অপারেশন বা প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে যেন ইয়ানোকোভিচ ইউক্রেনে ফিরে আসতে পারেন।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাশিয়া ইয়ানকোভিচের একটি বার্তা ইউক্রেনের মানুষদের কাছে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে।
জানুয়ারিতে ব্রিটিশ সরকার জানিয়েছিল, মস্কো রুশপন্থি কোনো নেতাকে ইউক্রেনের ক্ষমতার মসনদে বসানোর পরিকল্পনা করছে।