‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত আরব বিশ্বে শান্তি আসবে না’

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে কয়েক দশক ধরে যে সংঘাত চলে আসছে তার অবসান না হওয়া পর্যন্ত আরব বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা আসবে না। বিদ্যমান সংকট অবসানের জন্য তিনি কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন।

ইতালির রাজধানী রোমে (গতকাল) বৃহস্পতিবার আয়োজিত এক সিম্পোজিয়ামে বক্তব্য রাখতে গিয়ে আরব লীগ মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব একটি বর্ণবাদী সরকারকে গ্রহণ কিংবা তার সাথে অবস্থান করতে পারে না। একইসঙ্গে তিনি আরব দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তির হস্তক্ষেপের অবসানের আহ্বান জানান।

আবুল গেইত বলেন, “বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আরব দেশগুলোকে অভ্যন্তরীণ ভারসাম্য তৈরির সক্ষমতা অর্জন করতে হবে। বৈদেশিক হস্তক্ষেপ বিদেশিদের প্রতিযোগিতা এবং সশস্ত্র হস্তক্ষেপের পথ সৃষ্টি করে যা আমরা সিরিয়া, লিবিয়া এবং আরো কয়েকটি জায়গায় দেখেছি।”

আরব লীগ মহাসচিব জোরালোভাবে বলেন, শান্তির পথ হচ্ছে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করা এবং যুদ্ধ হচ্ছে কূটনীতি ও সংলাপের ব্যর্থতার ফসল

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশী সাংবাদিকের প্রশ্নে বিরক্ত জাতিসংঘ মহা সচিবের মূখপাত্র

নূর নিউজ

বাংলা‌দে‌শি হজ যাত্রী‌দের সুখবর দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

কাতারে ৭ম কেন্দ্রীয় পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা

নূর নিউজ