ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় মিলেছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন— লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকোয়াবিপাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর ছেলে হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার আবদুল মাজেদের ছেলে হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদারপাড়া নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের ফারুক জাহানের ছেলে রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদনগর এলাকার ছালামত আলীর ছেলে মনসুর আলী (২৩)।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশনের দক্ষিণে আধুনগর ইউপি পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কক্সবাজারমুখী প্রাইভেটকারটি (চট্টমেট্রো-গ-১১-০০৫২) আধুনগর ইউপির কার্যালয়সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পৌঁছায়। এ সময় বিপরীতমুখী ট্রাকের (চট্টমেট্রো-ট-১২-০৩১৫) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন।

এর পর গুরুতর আহত হুমায়ন চমেক হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। দুর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি ও নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৭৪০ পরিবার

নূর নিউজ

বিএনপি ভেবে আ’লীগ কর্মীদের লাঠিচার্জ, ২ এসআই প্রত্যাহার

আলাউদ্দিন

অবশেষে ফেরি চলাচলের অনুমতি

আনসারুল হক