যমুনায় নৌকাডুবিতে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনায় নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে

মঙ্গলবার বিকালে উপজেলার উমারপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নমেছা উমারপুর ইউনিয়নের বাউসা এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।

জানা যায়, নিহত নমেছা বেগম উমারপুর চরে মাটিকাটা শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে ধুপুলিয়া ঘাট থেকে মাছ ধরার ছোট নৌকায় কয়েকজন যাত্রীর সঙ্গে উমারপুর চরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়।

তবে বাউসা এলাকার পাশে এসে হঠাৎ করে নৌকা তলিয়ে যায়। এসময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নমেছা বেগম নদীতে ডুবে যায়। পরে স্থানীরা তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, নিহতের পরিবারকে জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

ডেঙ্গুতে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি

নূর নিউজ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ভাইবোনসহ নিহত ৭

নূর নিউজ

বৃষ্টি নিয়ে এবার আবহাওয়া অফিসের নতুন বার্তা

নূর নিউজ