কানাডায় কিরাত সম্মেলনে কারি আহমাদ বিন ইউসুফ

কানাডায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক শায়খ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। গত মঙ্গলবার (২২ মার্চ) রাতে সম্মেলনে অংশ নিতে শাইখ আহমাদ বিন ইউসুফ টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

গত ২৫-২৭ মার্চ কানাডার স্ক্যারবোরো মুসলিম এসোসিয়েশন ও ইসলামিক সেন্টার অব মারখাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে জানান, কিরাত ও নাশিদ সম্মেলনে বিশ্বের খ্যাতিমান অনেক কারি অংশ নিয়েছেন।

এতে যুক্তরাষ্ট্রের কারি নাসির হোসাইন, যুক্তরাজ্যের কারি ইউসুফ আল বদর, পাকিস্তানের কারি আবদুল মজিদ নুর অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যে কারি আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতচর্চার অন্যতম ব্যক্তিত্ব মো. ইউসুফ (রহ.)-এর বড় পুত্র।

এ জাতীয় আরো সংবাদ

স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

নূর নিউজ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক

আনসারুল হক

পেগাসাস কাণ্ডের পরও ভারত-ইসরাইল মধুর সম্পর্ক অব্যাহত

নূর নিউজ